শিগগিরই কমবে চালের দাম: বাণিজ্যমন্ত্রী

শিগগিরই কমবে চালের দাম: বাণিজ্যমন্ত্রী

Other

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আগামী এক মাসের মধ্যে চালের বাজার স্বাভাবিক হবে। বিদেশ থেকে প্রচুর চাল এসেছে। বোরো ধান উঠতে শুরু করেছে। খুব দ্রুত চালের দাম কমে যাবে।

আসন্ন রমজান মাসের আগেই বাজার নিয়ন্ত্রণ করা হবে।  

আজ দুপুরে রংপুর জেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।  

ভোজ্যতেল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভোজ্য তেলের দাম যা নির্ধারণ করা হয়েছে তা বাজারে সঠিক দামে বিক্রি করতে হবে। আসন্ন রমজান মাসে তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে কেউ কারসাজি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

  ভেজাল রিরোধী অভিযান জোরদার করা হবে।   

তিনি বলেন, ঐতিহ্যবাহী জেলা পরিষদে ভাষা শহিদ দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধনের মধ্য দিয়ে আগামী প্রজন্ম জাতির জনকের জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস উপস্থাপন করতে পারবে। বর্তমান যুব সমাজকে ভুল ব্যখ্যা দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে।   দেশ বিরোধী সকল ষড়যন্ত্র থেকে বিরত থাতে হবে।  


বেতন নেই ১০ বছর

এমপি সিরাজকে ছাত্রলীগের ধাওয়া,পুলিশ ফাঁড়িতে আশ্রয়

এবার হল খোলার দাবি ইসলামি বিশ্ববিদ্যালয়ে

রাজধানীর মানিকনগরে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৭ ইউনিট


রংপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগসহ ইপিজেড নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।

 
জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন।

news24bd.tv নাজিম