বিরোধপূর্ণ সীমান্ত থেকে ভারত-চীনের সেনা প্রত্যাহার সম্পন্ন

অনলাইন ডেস্ক

হিমালয় এলাকার বিরোধপূর্ণ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে ভারত ও চীন।

রোববার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্যানগং সো লেক অঞ্চল থেকে দেশ দুটি তাদের সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে।  

সম্প্রতি ওই সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিলে দুই দেশের সম্পর্ক হুমকিতে পড়ে।  


মুখ চেপে ধরে মসজিদের ছাদে নিয়ে মাদ্রাসাছাত্রকে বলাৎকার

স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত ২৮ ফেব্রুয়ারির পর: শিক্ষামন্ত্রী

আগামী ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে

মৃত্যুর পর সেরা অভিনেতার পুরস্কার পেল সুশান্ত


প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর সমস্যা মেটাতে শনিবার ভারত এবং চীনের ১৬ ঘণ্টার বৈঠকের পর, বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সেনা প্রত্যাহার সম্পন্ন করা হয় বলে ভারতের কর্মকর্তারা জানিয়েছেন।

 

এর আগে গেল জুনে সীমান্তে সংঘর্ষের ফলে ২৪ জন সেনা নিহত হয়।  

news24bd.tv নাজিম