মার্চে খুলছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল

নিজস্ব প্রতিবেদক

মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে কেন্দ্রীয়ভাবে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হবে না।  

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভা শেষে সাংবাদিকদের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এ তথ্য জানান।

 


বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করার তাগিদ প্রধানমন্ত্রীর

সাংবাদিক মুজাক্কির হত্যায় মামলা

২১ আগস্ট গ্রেনেড হামলার যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সোহানা সাবার প্রাণপণে চাওয়া‍!


তিনি বলেন, সরকার শিক্ষক-শিক্ষার্থীদের টিকা প্রদান নিশ্চিত করবে ১৭ মের পূর্বে। প্রথম ডোজের চার সপ্তাহ পরে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।

news24bd.tv নাজিম