করোনার মধ্যেও ভারতে বেড়েছে বিলিওনিয়ার

করোনার মধ্যেও ভারতে বেড়েছে বিলিওনিয়ার

অনলাইন ডেস্ক

করোনা মহামারির মধ্যেও ভারতে গত এক বছরে বেড়েছে বিলিওনারের সংখ্যা। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা নাইট ফ্রাংকের ‘দ্য ওয়েলথ রিপোর্ট-২০২১’ এ এমন বেশ কিছু তথ্য উঠে এসেছে।

২০১৯ সাল শেষে দেশটিতে শতকোটিপতির সংখ্যা ছিল ১০৪। ২০২০ সাল শেষে যা হয়েছে ১১৩ জন।

আগামী ২ মার্চ পুরো প্রতিবেদন প্রকাশ করবে নাইট ফ্রাংক। এ উপলক্ষে গত মঙ্গলবার প্রতিবেদনটির কিছু বিষয় তুলে ধরে তারা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সাল নাগাদ ভারতে শতকোটিপতির সংখ্যা ৪৩ শতাংশ বেড়ে ১৬২ জনে পৌঁছাবে।


ভূতের আছর থেকে বাঁচতে পৈশাচিক কান্ড

হৃদরোগে মৃত্যুর পরও ফাঁসিতে ঝুলানো হল নিথর দেহ

টিকা নেয়ার ১২ দিন পর করোনায় আক্রান্ত ত্রাণ সচিব

যমজ ভাই অস্ত্রোপচার করে পরিণত হলেন যমজ বোনে


নাইট ফ্রাংক ভারতের সিএমডি শিশির বাইজাল বলেন, অর্থনৈতিক পরিচালন দক্ষতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভারত যেহেতু আগামী কয়েক বছরের মধ্যে ট্রিলিয়ন ডলার ক্লাবে প্রবেশের দিকে এগিয়ে চলেছে, সেহেতু নতুন উদীয়মান অর্থনৈতিক সুযোগ লাভজনক সম্পদ সৃষ্টিতে সহায়তা করবে, যা অর্থনীতিতে নতুন ধনী ব্যক্তি যুক্ত করবে।

news24bd.tv / নকিব