৬ বছরে ১০০ প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে অ্যাপল

৬ বছরে ১০০ প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে অ্যাপল

অনলাইন ডেস্ক

গত ৬ বছরে ১০০ প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে অ্যাপল। মঙ্গলবার শেয়ার হোল্ডারদের বার্ষিক সম্মেলনের বক্তৃতায় টিম কুক এ তথ্য জানান।

কিনে নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি খরচ করা হয়েছে বিটস ইলেকট্রনিক্স কিনতে গিয়ে। র‍্যাপার ও প্রযোজক ড. ড্রির কাছ থেকে ৩ বিলিয়নে প্রতিষ্ঠানটির মালিকানা নিয়ে নেয় অ্যাপল।

এছাড়া আয়ত্তকরণ করা আরেক বড় প্রতিষ্ঠান হলো শাজাম। ২০১৮ সালে ৪০০ বিলিয়ন ডলার দিয়ে এটি নিজের করে নেয় অ্যাপল।


বাইডেনের নির্দেশে সিরিয়ায় বিমান হামলা

বস্তিবাসীকে না জানিয়েই ভ্যাকসিনের ট্রায়াল

‘তুমি’ বলায় মারামারি, প্রাণ গেল একজনের

৭ সন্তান নিতে স্বেচ্ছায় দেড় লাখ ডলার জরিমানা গুনলেন চীনা দম্পতি


কেনা প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ছোট পরিসরের। এসব প্রতিষ্ঠানের বেশ কিছু কার্যক্রম অ্যাপল নিজেদের কার্যক্রমের সাথে একীভূত করে ফেলে।

এতো এতো প্রতিষ্ঠান কিনে নেয়ার পেছনের রহস্য খোলাসা করতেও কার্পণ্য করেননি টিম কুক। এসব প্রতিষ্ঠানের উদ্ভাবন, আইডিয়া ও প্রযুক্তি অ্যাপল নিজেদের পণ্য বা ফিচারের মানোন্নয়নে ব্যবহার করেছে বলেও জানিয়েছেন তিনি।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক