প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

অনলাইন ডেস্ক

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রীপরিষদ সচিব, স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রীপরিষদ সচিব হোসেন তৌফিক ইমাম (এইচ টি ইমাম) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।  

মন্ত্রী আজ বৃহস্পতিবার এক শোকবার্তায় বলেন, ' মুক্তিযুদ্ধে এইচটি ইমামের অনন্য অবদানের জন‍‍্য দেশের জনগণ তাঁকে স্মরণ করবে। তিঁনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে আজীবন কাজ করে গেছেন। '


জামালপুরে নারীর সঙ্গে ভিডিও ফাঁস হওয়া সেই ডিসির বেতন কমল

‘পরমাণু সমঝোতার একমাত্র পথ নিষেধাজ্ঞা প্রত্যাহার’

এইচ টি ইমামের জানাজা ও দাফনের সময়

এইচ টি ইমামের মৃত্যুতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর শোক


'দেশপ্রেম, মেধা ও অনন্য প্রতিভা এবং প্রগতিশীল চিন্তার জন্য নিজেকে একজন অনুকরণীয় ব্যক্তিত্বের আসনে অধিষ্ঠিত করেছেন তিঁনি।

তাঁর মৃত্যু দেশের জন‍্য এক অপূরণীয় ক্ষতি। '

স্বরাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

news24bd.tv আয়শা