৪ বছর মর্গে, অবশেষে দাফন

লিপা রাণী ওরফে হোসনে আরা লাইজু

৪ বছর মর্গে, অবশেষে দাফন

নিজস্ব প্রতিবেদক

৪ বছর ধরে রংপুর মেডিকেলের মর্গে থাকা নীলফামারীর লিপা রাণী ওরফে হোসনে আরা লাইজুর মরদেহ মুসলিম রীতিতে দাফনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নীলফারীরতে পাঁচ বছর আগে লিপা রাণী নামের এক হিন্দু মেয়ে ধর্মান্তরিত হয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে। পরে দু’জনই আত্মহত্যা করে। কিন্তু মেয়ের লাশ দাবি করে ওই হিন্দু পরিবার।

এ নিয়ে আদলতে মামলা করে মেয়ের পরিবার। লাশ বর্তমানে রংপুর মর্গে রয়েছে।  

আজ মুসলিম রীতি অনুযায়ী নীলফামারী জেলা প্রশাসককে মেয়েটির  লাশ দাফনের ব্যবস্থা করার  নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এতোদিন ধরে এভাবে লাশ ফেলে রাখার ঘটনাকে  ‘অমানবিক’ বলেছে দেশের সর্বোচ্চ আদালত।

 

অরিন/নিউজ টোয়েন্টিফোর

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর