ভারতের মুসলিমদের কাছে ধর্মের আগে দেশ: ইমাম ইলিয়াসী

ভারতের মুসলিমদের কাছে ধর্মের আগে দেশ: ইমাম ইলিয়াসী

অনলাইন ডেস্ক

ধর্ম নয়, ভারতীয় মুসলিমদের কাছে দেশ আগে বলে মন্তব্য করেছেন অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের (এআইইও) প্রধান ইমাম ড. ওমর আহমেদ ইলিয়াসী।  

সিএনএন-নিউজ১৮তে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে ভারতে মুসলিমদের নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়েও আলোচনা করেন তিনি।

ইমাম ইলিয়াসী বলেন, সর্বপ্রথম আমাদের পরিচয় আমরা ভারতীয়।

ধর্ম ও বর্ণ আলাদা হতে পারে। আলদা হতে ধর্মীয় ঐতিহ্য ও উপাসনার পদ্ধতি। তবে আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হল মানবতা এবং দ্বিতীয় ধর্ম ভারত, যদি আপনি ভারতে বাস করেন।

তিনি বলেন, আপনি যদি আমেরিকা যান এবং কেউ যদি বলেন আমি আমেরিকান মুসলিম, তখন লোকেরা রেগে যায়।

এই প্রশ্নটি পৃথিবীর কোথাও আসে না। আমরা ভারতীয় হতে পেরে গর্বিত এবং আমি একজন ভারতীয়। আমাদের ধর্মের সাথে সংযুক্ত করবেন না, ভারত ও ভারতীয় সংস্কৃতির সাথে যুক্ত করুন। জাতি সবার ওপরে।


আরও পড়ুনঃ


আমাকে ‘বলির পাঁঠা’ বানানো হয়েছে: সামিয়া রহমান

প্রথমবারের মতো দেশে পালিত হচ্ছে টাকা দিবস

ইয়ার্ড সেলে মিললো ৪ কোটি টাকার মূল্যবান চীনামাটির পাত্র!

এই নচিকেতা মানে কী? আমি তোমার ছোট? : মঞ্চে ভক্তকে নচিকেতার ধমক (ভিডিও)


ভারতে মুসলিমদের নিরাপত্তা প্রসঙ্গে দেশটির এই মুসলিম নেতা বলেন, আমি চীনকে দেখিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ইবাদতের স্বাধীনতা চীনের মুসলমানদের নেই। তারা টুপি পরতে পারে না এবং দাড়ি রাখতে পারে না। তারা রমজানে রোজাও রাখতে পারে না। এরপরও আমাদের প্রতিবেশী দেশ নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে গর্বিত। অন্যদিকে ভারতে সব ধর্মের মানুষকে সম্মান করা হয়। এমন আর কোনও দেশ কেউ দেখাতে পারবে?

news24bd.tv / নকিব