নরসিংদীতে সূর্যমূখী পার্ক

নরসিংদীতে সূর্যমূখী পার্ক

Other

সবুজের মাঝে হলুদের সাম্রাজ্য। ফসলের এমন দৃশ্য টানছে সৌন্দর্য পিপাসুদের। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের ভীড়ে মুখরীত নরসিংদীর সূর্যমুখী পার্ক। কৃষকদের সূর্যমুখী চাষে আগ্রহ বাড়াতে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ।

ভোর হলেই সোনা রোদে চোখ মেলে ঝলমলে সূর্যমুখী। সূর্য মামার সঙ্গে নরসিংদীর কামারগাও এলাকার সূর্যমুখীর বাগানও জেগে উঠেছে। এখানে ১৫ বিঘা জমিতে বাগান করে সূর্যমুখী পার্ক তৈরি করেছেন স্কুল শিক্ষক শিমুল।

এই পার্কের প্রবেশমূল্য ধরা হয়েছে ২০ টাকা।

ফলে একদিকে বাম্বার ফলন এবং অপরদিকে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীদের আগমনে নিজেকে স্বাবলম্বী করে তুলতে পারছেন এই কৃষক।


‘চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যয়নের আগে একান্তে সময় কাটাই’

শেবাগ-শচিনের জুটিই হারিয়ে দিল বাংলাদেশকে

মন্ত্রী ও বিধায়ককে বাদ দিয়ে প্রার্থী চূড়ান্তে মমতার চমক!

শনিবার ঢাকার যে এলাকায় যাবেন না


ইতোমধ্যে নরসিংদীর ভ্রমণপিপাসু মানুষের পছন্দের স্থানে পরিণত হয়েছে এই সূর্যমুখী পার্কটি। মনোমুগ্ধকর এ পরিবেশে একটু সময় কাটানোর জন্য নরসিংদীসহ বিভিন্ন স্থান থেকে এসে ভিড় করছেন পর্যটকরা।

স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় অল্প খরচে লাভ বেশি হওয়ায় দ্বিতীয়বারের মতো সূর্যমুখী চাষের কথা জানালেন কৃষক। সামনের বছর যেন আরো বেশি করে এই পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ করা যায় সেজন্য কৃষকদের উদ্ভুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করার কথা জানালেন উপজেলা কৃষি অফিসার।

এ বছর নরসিংদী জেলায় মোট ১২ হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে।

news24bd.tv/আয়শা