দীঘির দুঃসময়ে পাশে হিরো আলম

দীঘির দুঃসময়ে পাশে হিরো আলম

অনলাইন ডেস্ক

‘তুমি আছো তুমি নেই’ ছবির ট্রেলার প্রকাশের পর থেকেই তুমুল সমালোচনা হচ্ছে  প্রার্থনা ফারদিন দীঘিকে নিয়ে। ক্যারিয়ারের নায়িকা হিসেবে প্রথম ছবি এটি তার।

ছবির ট্রেলার এতোই বাজে হয়েছে যে কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের টাকা ফেরত চাইছেন। দর্শকদের প্রতিক্রিয়ার পর এই ছবিতে অভিনয় করাটা ‘ভুল’ বলে মনে করছেন দীঘি।

এমনকি ছবিটি নিয়ে আর কোনও প্রত্যাশা নেই বলেও মনে করেন এই নায়িকা।

news24bd.tv

দীঘির এমন মন্তব্যের প্রেক্ষিতে ছবিটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেছেন, আমি ওকে ছাড়ব না। যেভাবেই হোক আমি ওকে ছাড়ব না। পরিচালক হিসেবে আমারও মানহানি হয়েছে।

আমি মানহানি মামলা করব দীঘি ও তার মামার নামে।


একসঙ্গে ইয়াবা সেবন ও ধর্ষণ শেষে তৃতীয় লিঙ্গের আলমগীরকে হত্যা

ছেলের স্ত্রী নিয়ে পালালো শ্বশুর!

লঞ্চে প্রবাসীর স্ত্রীকে যুবলীগ নেতার ধর্ষণ

কারাগার থেকে যেভাবে পালালো হত্যা মামলার আসামি


দীঘির এই কঠিন সময়ে এবার তার পাশে দাড়ালেন হিরো আলম। আবার নিজের ছবি নিয়ে দীঘির নেতিবাচক মন্তব্য ঠিক হয়নি বলেও জানিয়েছেন হিরো আলম।

news24bd.tv

হিরো আলম বলেন, দীঘি এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো নায়িকা হিসেবে এসেছেন। কাছের মানুষ (দীঘি) যদি আঘাত দেয় এরচেয়ে দুঃখ আর নাই। আপনারা সবাই জানেন স্বপ্ন দেখানো সহজ, বাস্তব করা অনেক কঠিন। এ ছবিটি পরিচালনা করেছেন গুণী পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু স্যার। তিনি অনেক বড় পরিচালক। তার সব ছবি হিট। তাই আপনারা আগে হলে যান, ছবি দেখুন; তারপর সমালোচনা করুন। ’

ছবিটি আসছে ১২ মার্চ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে দীঘির বিপরীতে রয়েছেন আসিফ ইমরোজ। আরও অভিনয় করেছেন সুব্রত, শবনম পারভীনসহ অনেকে।

news24bd.tv/আলী