গ্রাহকের দুই কোটি টাকা নিয়ে এনজিও উধাও

Other

যশোরে গ্রাহকের দুই কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে পল্লী অর্থনৈতিক উন্নয়ন সংস্থা পিডো নামে একটি এনজিওর বিরুদ্ধে। মুনাফা তো দূরের কথা নিজেদের কষ্টার্জিত জমানো টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে ৬০০-এর বেশি মানুষ।

একই সাথে বিপাকে পড়েছে ওই প্রতিষ্ঠানে কর্মরত মাঠ কর্মীরাও। এ ব্যাপারে তদন্ত করে আইননুযায়ী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা

১৯৯৮ সালে যশোর সদর উপজেলার রূপদিয়া বাজারে একটি অফিস ভাড়া নিয়ে সঞ্চয় ও ঋনদান কার্যক্রম শুরু করে পল্লী অর্থনৈতিক উন্নয়ন সংস্থা পিডো নামে একটি এনজিও সংস্থা।

প্রতিষ্ঠানটির পরিচালক মাসুদুর রহমানের নেতৃত্বে মাঠকর্মীরা রূপদিয়া, বসুন্দিয়া, চেঙ্গুটিয়াসহ বিভিন্ন এলাকায় কাজ করে।

গ্রাহকদের অভিযোগ, শুধু সঞ্চয় নয়, অধিক মুনাফার লোভ দেখিয়ে  দুই কোটি টাকা  হাতিয়ে নিয়েছে মাসুদুর রহমান। গেল এক মাস ধরে মাসুদুর রহমান লাপাত্তা ।

এ অবস্থায় লাভের টাকা তো দূরের কথা নিজেদের কষ্টার্জিত জমানো টাকা ফেরত না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।


মিয়ানমারে নিহত ৭০, সতর্ক করলো জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা

দেশে করোনায় মৃত্যু আবারও বাড়ল

স্ত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ, সন্ত্রাসীদের হাতে স্বামী খুন

আওয়ামী লীগ ক্ষমতায় এলেই গণতন্ত্র হরণ করে: ফখরুল


এদিকে, প্রতিষ্ঠানটির  কর্মরত মাঠ কর্মীরা পড়েছেন বিপাকে। চাকরি করেও নিজেরা তো  বেতন পাননি। আবার গ্রাহকরাও তাদের কাছে টাকা ফেরত চান।

  
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা জানান, এ বিষয়ে এরই মধ্যে অভিযোগ পেয়েছেন তারা। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

৬০০ গ্রাহকের দুই কোটি টাকা ফেরত পেতে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিবে এমন দাবি ভুক্তভোগীদের।

news24bd.tv নাজিম