লক্ষীপুরে জাতীয় পার্টির দু’পক্ষের সংঘর্ষ

লক্ষীপুরে জাতীয় পার্টির দু’পক্ষের সংঘর্ষ

Other

লক্ষীপুরে জাতীয় পার্টির সাংগঠনিক সভায় দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য ও লক্ষীপুরে-২ রায়পুর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ফয়জুল্লাহ শিপনসহ উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার (১৩ মার্চ) দুপুরে জেলা শহরের ওয়েলকাম রেস্তোরায় এ ঘটনা ঘটে।

এসময় ওই রেস্তোরা ভাঙ্গচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনলে যথারীতি সভা চলে।

জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সভা উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় নেতারা শনিবার দুপুরে স্থানীয় ওয়েলকাম রেস্তোঁরায় সমবেত হন। এসময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কেন্দ্রীয় সদস্য শিপনের অনুসারীরা সভাস্থলে অতর্কিত হামলা চালায়।

এসময় জেলা জাতীয় পার্টির আহবায়ক ও লক্ষীপুর-২ রায়পুর আসনের আরেক সম্ভাব্য প্রার্থী এম আর মাসুদের সমর্থকরা তাদের ধাওয়া করে। এসময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে শিপনসহ উভয়পক্ষের ৫ জন আহত হন।


মরিয়মের কিছু হলে ইমরান ও পাকিস্তান সেনাবাহিনী দায়ী: নওয়াজ শরিফ

আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে না তুরস্ক: রাশিয়া

লরির ধাক্কায় দুই সহকর্মীর মৃত্যু, গায়িকা বিউটির অবস্থা আশঙ্কাজনক

আবারো লকডাউনের পথে ইতালি


এসময় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূইয়া, আলমগীর শিকদার, নাজমা রহমান এমপি, অ্যাডভোকেট ইলিয়াছ আহমদ, জেলা শাখার সদস্য সচিব মো. মাহমুদুর রহমান প্রমুখ।

জেলা আহবায়ক এম আর মাসুদ জানান, বহিরাগতরা এসে আমাদের সভাস্থলে হামলা চালায়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

লক্ষীপুর সদর থানার ওসি তদন্ত শিপন বড়ুয়া জানান, অভ্যন্তরীণ কোন্দলের কারণে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। এখনো কোন অভিযোগ পাননি জানিয়ে অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

news24bd.tv আয়শা