মঙ্গলবারের কর্মসূচি স্থগিত করলো বিএনপি

Other

পূর্বনির্ধারিত বিএনপির মঙ্গলবারের সমাবেশ আপাতত স্থগিত করার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সকালে গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সংবাদ সম্মেলনে, এ কথা জানান বিএনপি মহাসচিব।  

এ সময় তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানগুলো বানচালে নানারকম পায়তারা করছে সরকার।

সারাদেশের সব বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকাগুলোতে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের যে সমাবেশ হওয়ার কথা ছিল তা সরকারি বাধা ও দক্ষিণ সিটির বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।


মিঠুনের দিকে তাকিয়ে বিজেপি

সত্যিই কী ধনি ! বিতর্ক চলছে !

অসুস্থ ইশরাক, দোয়া চাইলেন ফখরুল

শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল


গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কমিটির সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গে কথা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে সূবর্ণ জয়ন্তীর কর্মসূচি নিয়ে কথা বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য, ড. খন্দকার মোশাররফ হোসেন।

আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ঢাকায় রাজনৈতিক কর্মসূচির বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্দেশনায় বিস্ময় প্রকাশ করে তা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক