যে চারটি কাজ না করলে ওজু হবে না

যে চারটি কাজ না করলে ওজু হবে না

অনলাইন ডেস্ক

ইসলামের বিধান অনুসারে ওজু হল দেহের অঙ্গ-পতঙ্গ ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জনের একটি পন্থা। পবিত্র কোরআনে আছে -‘নিশ্চয়ই আল্লাহ্‌ তওবাকারীকে ভালবাসেন এবং যাহারা পবিত্র থাকে তহাদিগকেও ভালবাসেন। ’-(সূরা বাকারা,আয়াত:২২২)।  

নামাজের আগে অবশ্যই ওজু করতে হয়।

কোরআন শরীফ পড়তে ও স্পর্শ করতেও ওজু করা উচিৎ। পবিত্র কোরআনে আছে -‘যাহারা পূত-পবিত্র তাহারা ব্যতীত অন্য কেহ তাহা স্পর্শ করো না। ’-(সূরা ওয়াক্কিয়াহ্‌, আয়াত:৭৯)।


আনুশকাকে ধর্ষণ ও হত্যা: দিহানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ফের পেছালো

সেই ষাটোর্ধ্ব প্রকৌশলীর সঙ্গেই বিয়ের গুঞ্জন পপির

ইসলাম নিয়ে এ কেমন মন্তব্য প্রিয়াঙ্কার, বিতর্ক চরমে

বিএনপি নেতা খন্দকার আহাদ আহমেদ না ফেরার দেশে


ওজুতে চারটি কাজ খুবই গুরত্বপূর্ণ অর্থ্যাৎ ফরজ বা অবশ্য করণীয় কাজ রয়েছে।

যা না করলে ওজু হবে না। আসুন ওজুর ফরজগুলো জেনে নেই।

১। সমস্ত মুখ ভালভাবে ধৌত করা।

২। দুই হাতের কনুইসহ ভালভাবে ধৌত করা।

৩। মাথা চার ভাগের এক ভাগ মাসেহ্ করা।

৪। দুই পায়ের টাকনুসহ ধৌত করা।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক