ফোন কেন জীবনে অনিবার্য হবে!

ফোন কেন জীবনে অনিবার্য হবে!

Other

গত সপ্তাহে অলৌকিকভাবে আমার ফোনটা হারিয়েছে। স্যামসং গ্যালাক্সি এস ২০ ব্রান্ডের। গ্যাসস্টেশন থেকে বের হওয়ার পর আর ফোন খুঁজে পাই না। ফোন হাতেই ছিল কিন্তু একটু পর আবিষ্কার করলাম ফোন হাতে নাই! কোথায় ফোন রেখেছি, কেউ নিয়ে গেছে কিনা কিছুই মনে করতে পারি না।

গাড়িতে তন্নতন্ন করে খুঁজেছি। হারানোর পর ছয় ঘণ্টা ফোনটা বেজেছে। তারপর লক করিয়েছি। এখনও মনে হয় ফোনটা কোথাও ঘাপটি মেরে আছে।
আমার সাথে লুকোচুরি খেলছে।


কিশোরীকে গণধর্ষণের পর ৬০ টাকা ধরিয়ে দিল অভিযুক্তরা

অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে ভয়াবহ বন্যা সতর্কতা

বিএনপি যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠিত করেছে: চীফ হুইপ

ভোটে হেরে স্ত্রীকে তালাক


ফোন হারিয়ে তাৎক্ষণিকভাবে আমি একটু দিশেহারা হয়ে গেছিলাম। পরে মনে হয়েছে এতোটা ফোন নির্ভর হওয়া ঠিক হয়নি। ফোন জীবনের জন্য অনিবার্য না। আমার ফোন লক করা থাকে না। নোটসএ অনেক ইনফরমেশন ছিল তাই সাময়িক দিশেহারা হয়েছিলাম। অরিত্রি বলল, বাবা তুমি গুগল ক্লাউডে সব ইনফরমেশন রাখবা এবং ফোন ট্রাকার ডাউনলোড করে রাখবা। এই পোস্ট দেওয়ার অর্থ হচ্ছে নতুন ফোন এক্টিভ করার পর দেখি অনেক ফোন নম্বর লষ্ট। তাই একটু বিপদে আছি। সম্ভবত যেসব নম্বর সীমে সেভ হয়েছিল সেগুলো লষ্ট হয়েছে।

লেখক, সাংবাদিক, কানাডা

(মত ভিন্ন মত বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )

news24bd.tv তৌহিদ