ইস্টার সানডেতেও জার্মানিতে কঠোর লকডাউন

ইস্টার সানডেতেও জার্মানিতে কঠোর লকডাউন

অনলাইন ডেস্ক

ইস্টার সানডে উপলক্ষে দেশজুড়ে পাঁচদিনের জন্য কঠোর লকডাউন জারি  করতে যাচ্ছে জার্মানি। দেশটির আঞ্চলিক নেতাদের সাথে দীর্ঘ সময় আলোচনার পর দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মারকেল একথা জানান। আগামী ৪ এপ্রিল থেকে এই লকডাউন কার্যকর হবে।

জার্মানির ১৬টি রাজ্যের প্রধান এক বৈঠকের পর আগামী ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কঠোর লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

লকডাউনের এই সময়ে সব দোকান-পাট বন্ধ থাকবে। ইস্টার সানডে উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান অনলাইনে প্রচারিত হবে। এসময় শুধু নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে।


আরও পড়ুনঃ


নেত্রকোনায় বেগুনের বাম্পার ফলন

সাকিবকে ধন্যবাদ আলোচনাটা শুরু করার জন্য

‘নেত্রী দ্য লিডার’ এর জন্য গোফ ফেলেও ভাইরাল অনন্ত জলিল

পত্রিকার সাংবাদিকগুলো বিসিএস ক্যাডার চাকরিটাকে বিশাল কিছু বানিয়ে ফেলেছেন


মারকেল বলেন, আমরা একটি নতুন মহামারিতে প্রবেশ করেছি।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে করোনার নতুন ধরণ ছড়িয়ে পড়েছে। এটি আগের ভাইরাসের চেয়ে অনেক বেশি সংক্রামক।

news24bd.tv / নকিব