কয়েলের আগুনে পুড়ল গরু-ছাগল-হাস-মুরগী ও টাকা

কয়েলের আগুনে পুড়ল গরু-ছাগল-হাস-মুরগী ও টাকা

Other

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডে ৩টি গরু, ১০ টি ছাগল,  ৩টি ঘর, নগদ টাকা, হাসমুরগী পুড়ে কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়ায় কৃষক সাঈদ জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কৃষক সাইদ অগ্নিদগ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

সাঈদের পরিবারের দাবি, তাদের প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

আহত সাঈদ জামানের ছেলে মাহমুদুল হাসান জানান, বুধবার রাতে মশার কয়েল থেকে আগুন লেগে যায়। পরে পুরো বাড়ি আগুনে ছেয়ে গেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস আসার আগেই ৩ টি টিনের ঘর, ৩ টি গরু, ১০ টি ছাগল, আসবাবপত্র, নগদ দেড় লাখ টাকা, হাসমুরগী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছার রহমান খলিফা জানান, কৃষক সাইদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করেছেন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে মোকামতলা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শাহিনুজ্জামান জানান, কৃষকের পরিবার সূত্রে জানা গেছে মশার কয়েল থেকেই আগুন লেগেছে। আহত কৃষক সাঈদ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

news24bd.tv তৌহিদ