আজানের সময়ে গান বন্ধ না করায় বিয়ে পড়াতে অস্বীকৃতি কাজির

প্রতিকি ছবি

আজানের সময়ে গান বন্ধ না করায় বিয়ে পড়াতে অস্বীকৃতি কাজির

অনলাইন ডেস্ক

আজানের সময়ে গান বন্ধ না করায় দুটি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন মাওলানা ক্বারি সুফিয়ান নামে এক কাজি। ভারতের উত্তরপ্রদেশে এই ঘটনা ঘটে।

কাজি মাওলানা ক্বারি সুফিয়ান বলেছেন, আমি আজানের সময় হওয়াতে দুই বরের পরিবারকে গান বন্ধ করতে বলেছিলাম। কিন্তু তারা আমার কথা শোনেনি।

তাই আমি বিয়ে পড়াতে  অস্বীকৃতি জানায়।

ক্বারি সুফিয়ান আরও বলেন, আমি দেখলাম বরযাত্রার সময় উচ্চস্বর গানের তালে তালে গাড়ির ওপর উঠে নাচছে ওই দুই বর। তারা একই ভেন্যুতে দুই বোনকে বিয়ে করতে যাচ্ছিল। যখন তারা আমার কথা শুনেও থামেনি, তখন আমি তাদের পরিবারকে জানাই যে, আমি বিয়ে পড়াতে পারবো না।

তবে ক্বারি সুফিয়ান বিয়ে পড়াতে অস্বীকৃতি জানানোর পর ওই দুই পরিবার আরেকজন কাজি খুঁজে বের করেন। পরে অল্প সময়ের মধ্যে বিয়ে সম্পন্ন করা হয়।

এ নিয়ে পরদিন পঞ্চায়েতে বৈঠকও বসে। সেখানে এ বিষয়ে আলোচনা করা হয়।  


দুই দেরিতে বাড়ছে মৃত্যুঝুঁকি : গবেষণা

‘চুম্বন বা অন্তরঙ্গ দৃশ্যয়নের আগে একান্তে সময় কাটাই’

ছোট ভাইয়ের মৃত্যুর পর তার স্ত্রীকে অন্তঃসত্ত্বা করলো ভাসুর!

চুম্বনের দৃশ্যের আগে ফালতু কথা বলতো ইমরান : বিদ্যা


 

এ বিষয়ে কিছু বয়স্ক গ্রামবাসী বলেন, তারা মনে করেন যে বিয়ে পড়াতে না চাওয়ার মধ্য দিয়ে ভুল করেছেন ওই কাজি।

আবার কেউ কেউ বলেছেন, তিনি মোটেও ভুল করেননি। কারণ গানের তালে তালে নাচা ইসলামে নিষিদ্ধ এবং মানুষের সীমার মধ্যে থাকা উচিত।

news24bd.tv/আলী