হেফাজতের যে কোনো শো-ডাউনই রাজনীতির জন্য লাভজনক ’সেলিং প্রোডাক্ট’

হেফাজতের যে কোনো শো-ডাউনই রাজনীতির জন্য লাভজনক ’সেলিং প্রোডাক্ট’

Other

হেফাজতের হরতালের পুরোটা সময় ধরেই তাদের রাস্তায় থাকতে দেয়া হোক। রাস্তায় তাদের শো ডাউনটা দরকার আছে। বিশাল বিশাল লাঠির আগায় ছোটো সাইজের জাতীয় পতাকা বেঁধে মিছিল করার এই কৌশলটাও মন্দ না।

আমি বলি কি, রাস্তায় বরং আরো বেশি বেশি হেফাজত কর্মীদের নামতে উৎসাহ দেয়া হোক।

উসকানির হলেও পুলিশ যেনো নিরব থাকে। ছাত্রলীগ যেনো মাঠের ধারে কাছেও না যায়। বাংলাদেশের রাজনীতিটা এখন কোথায়, রাজনীতির শক্তিগুলো কোন কোন পকেটে সেটা দুনিয়ার দেখার দরকার আছে। বাংলাদেশের মানুষের তো বটেই পূর্ব, পশ্চিম, উত্তর-দক্ষিণ সব দুনিয়ারই দেখার দরকার আছে।
 


আইপিএলের ছাড়পত্র পেলেন মুস্তাফিজও

২১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের রাস্তা অবরোধ

কিছু অসমাপ্ত উপসংহারও থাকতে হয়


পশ্চিমের দেশগুলো যখন নিজেদের দেশে হোয়াইট সুপ্রিম্যাসির লাগাম টেনে ধরার চেষ্টা করছে, তখন পূর্বের কোনো একটি দেশে একই ধরনের গ্রুপের শক্তিটাও তাদের দেখা দরকার আছে।  

 
বাংলাদেশের সরকার বিরোধী রাজনীতি আসলে কোনটি সেটি নিশ্চয়ই সরকার ‘সেল’ করার চেষ্টা করবে। মোদীর সফরকালীন ঘটনাবলীকেও সরকার সেল করবে- এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।  

উন্মত্ত হোক, আর শান্তিপূর্ণ হোক- রাস্তায় হেফাজতের যে কোনো শো- ডাউনই রাজনীতির জন্য লাভজনক ’সেলিং প্রোডাক্ট’।

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv আয়শা