বরিশালে দোল উৎসব উদযাপিত

বরিশালে দোল উৎসব উদযাপিত

Other

বরিশালে যথাযথ মর্যাদায় দোল উৎযাপিত হচ্ছে। আজ সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোল উৎসব শুরু হয়। সকালে মন্দিরে পূজার মাধ্যমে দোল উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উৎসবে শামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রং খেলায় মেতে ওঠেন।

এ উপলক্ষ্যে নগরীর শীতলাখোলা এলাকায় ডিজে পার্টির আয়োজন করা হয়। সেখানে অসংখ্য নারী-পুরুষ রং খেলায় মেতে ওঠেন।  

নগরীর শীতলাখোলা এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী স্বাগতা দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবী দোল পূর্ণিমার দিনে রং খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোল উৎসব উদযাপন করেন।


বিএনপি নেত্রী নিপুণ রায় আটক

আইপিএলের ছাড়পত্র পেলেন মুস্তাফিজও

২১১ রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে টায়ার জ্বালিয়ে হেফাজতের রাস্তা অবরোধ

কিছু অসমাপ্ত উপসংহারও থাকতে হয়


গোবিন্দ দাস নামে এক ভক্ত বলেন, শীতলাখোলায় রং খেলায় অংশ নিতে এসেছিলেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা।  

এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন, সরকারি ব্রজমোহন কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোল উৎসব উদযাপিত হয়।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক