‘আমরা করোনার চেয়ে শক্তিশালী’  তত্ত্ব দাতারা কিন্তু শতভাগ সতর্ক

‘আমরা করোনার চেয়ে শক্তিশালী’ তত্ত্ব দাতারা কিন্তু শতভাগ সতর্ক

Other

আমাদের দোতলার ভদ্রমহিলা আইসিইউ না পেয়ে আজ সকালে মারা গেলেন। ভদ্রলোক আইসিইউতে। ছেলে বাসায় কাঁদছে। করোনার পুরো সময়কালে বিল্ডিংয়ের শুধু এই পরিবারটি কোনো নিয়ম মানেনি।

আমি কথা বলেছি, সতর্ক কেন থাকা দরকার তা বোঝানোর চেষ্টা করেছি। ’ বাইরে না গিয়ে থাকা যায় নাকি, বাজার করতে হবে না,খেতে হবে না’- এসব যুক্তি দিয়েছেন। সময়ে অসময়ে বাইরে গেছেন। ’ ভাড়া দিয়ে থাকি না’ দারোয়ানদের উপর চোটপাচ করেছেন।

আজ কি চরম মূল্য দিতে হলো,হচ্ছে!


সময়মতো করোনা টেস্টের ফলাফল না পাওয়ায় এয়ারপোর্টে ভোগান্তি

পশু কোরবানির ৫৯০ ছুরি দুই মাদ্রাসা থেকে জব্দ

মিরপুর চিড়িয়াখানাও বন্ধ ঘোষণা

রংপুরে সব ধরনের মেলা ও সিনেমা হল বন্ধ


গ্রামে দাফন করে পরিবারের অন্য সদস্যরা বাসায় ফিরবেন। নিয়ম মেনে বাসায় থাকবেন, তাদের ধরণ তা বলে না। পুরো বিল্ডিংয়ের সবাই এখন আতঙ্কিত। আমি ঢাকার বাইরে।

বিল্ডিংয়ের সবাই বলছে,পুলিশি সাপোর্ট ছাড়া তাদের হোম কোয়ারেন্টিনে রাখা যাবে না। বাধ্য হয়ে বললাম, যদি নিয়ম না মানে, ৯৯৯-এ ফোন করে দেখবেন সহায়তা পাওয়া যায় কি না!

‘আমরা করোনার চেয়ে শক্তিশালী’ যারা এই তত্ত্ব দিয়েছিলেন তারা কিন্তু শতভাগ সতর্ক। মূল্য দিতে হবে আপনাদের, যারা সতর্ক নন। আপনাদের কারণে অন্যরাও বিপদগ্রস্ত।

গোলাম মোর্তোজা, সিনিয়র সাংবাদিক ।  

news24bd.tv তৌহিদ