বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

বঙ্গবন্ধু সাফারি পার্ক বন্ধ ঘোষণা

Other

করোনা পরিস্থিতি বিবেচনায় গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক আগামীকাল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৈশ্বিক করোনা ভাইরাস পরিস্থিতিতে দ্বিতীয়বারের মতো বন্ধ হলো গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক।

আজ শুক্রবার (২ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।

তিনি বলেন, এই সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

সব ধরনের সিদ্ধান্ত মানুষকে জানানোর ব্যবস্থা করা হবে।

তবিবুর রহমান আরও বলেন, দেশের বন বিভাগের অধীনে থাকা সকল পর্যটন কেন্দ্রের জন্যই শুক্রবার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই আলোকে জনসমাগম নিরুৎসাহিত করতে বন বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক টিকেও বন্ধের আওতায় নিয়ে আসে।

সরকারের পরবর্তী নির্দেশনা মোতাবেক পূণরায় পার্কের কার্যক্রম চলবে বলেও জানান তিনি।


হেফাজতের বিক্ষোভ, পুলিশের রাবার বুলেট-লাঠিচার্জ, আহত ১৫

নৌ পথে আগের মতোই গাদাগাদি করে যাত্রী পরিবহন, অথচ ভাড়া বৃদ্ধি

ভ্যানে চাকায় ওড়না পেচিয়ে স্কুলছাত্রীর করুণ মৃত্যু

দেশে করোনা শনাক্তে ফের রেকর্ড


news24bd.tv / কামরুল