বইয়ের পাতায় হার না মানা মালয়েশিয়া প্রবাসী পাভেল

বইয়ের পাতায় হার না মানা মালয়েশিয়া প্রবাসী পাভেল

অনলাইন ডেস্ক

‘হার না মানা ১০০ তরুণের গল্প’ বইয়ে স্থান পেলেন মালয়েশিয়া প্রবাসী পাভেল সারওয়ার। এছাড়া তার স্ত্রী সুমাইয়া জাফরিন চৌধুরীর গল্পও প্রকাশিত হয়েছে।

তথ্য প্রযুক্তি ও সামাজিক উদ্যোক্তা পাভেল সারওয়ারের গল্পে ফুটে উঠেছে কীভাবে ময়মনসিংহের অজপাড়া গাঁয়ে জন্ম ও বেড়ে উঠে আজ বিশ্বের দরবারে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করছেন। কীভাবে তার তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের উদ্ভাবন দিয়ে মালয়েশিয়া প্রবাসীদের একজন পরিচিত মুখ হয়ে উঠেছেন।

উদ্যমী তরুণদের জীবনের গল্প নিয়ে লেখক মাহবুব নাহিদের সম্পাদনায় ‘হার না মানা ১০০ তরুণের গল্প’ বইটি প্রকাশিত হয়েছে। প্রকাশ করেছে দাঁড়িকমা প্রকাশনী।

আরও পড়ুন


নড়াইলে কৃষকলীগ নেতাকে গুলি, অস্ত্রসহ আটক ২ তরুণ

ভাসানটেকে উদ্ধার লাশ নারী যৌনকর্মীর

সাধারণ রোগীদের জায়গা নেই সরকারি হাসপাতালে

ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের পুঁজিবাজার


যারা বিভিন্ন সংগঠক, উদ্যোক্তা, শিক্ষা উদ্যোক্তা, স্বাস্থ্য উদ্যোক্তা, কর্পোরেট উদ্যোক্তা, পত্রিকার সম্পাদক বা সাংবাদিকতা কিংবা লেখালেখিতে নিজেদের অবস্থান শক্ত করেছেন, কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে নিজের বলার মতো একটা গল্প তৈরি করেছেন, যে গল্প অনুপ্রাণিত করবে, সাহস দিবে, নতুনদের চলার পথের উপজীব্য হয়ে উঠবে এমন ১০০ জন তরুণের গল্প বইটিতে স্থান পেয়েছে। ২ এপ্রিল বইমেলায় এর মোড়ক উন্মোচিত হয়।

বইমেলায় দাঁড়িকমা প্রকাশনীর স্টলের পাশাপাশি রকমারি ডট কম থেকেও বইটি পাওয়া যাচ্ছে।

news24bd.tv আহমেদ