ফরিদপুরে হামলার ঘটনায় ৫ মামলায় আসামি ১৬ হাজার ৮০০

ফরিদপুরে হামলার ঘটনায় ৫ মামলায় আসামি ১৬ হাজার ৮০০

অনলাইন ডেস্ক

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে তাণ্ডবের ঘটনায়  বৃহস্পতিবার রাতে করা চার মামলা সহ মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। এ পাঁচ মামলায় ১৬ হাজার ৮০০ জনকে মোট আসামি করা হয়েছে।

এর মধ্যে ২৬১ জনের নাম উল্লেখ করা হয়। বাকিরা অজ্ঞাত।

তার মধ্যে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর বাদী হয়ে একটি মামলা।

সালথা উপজেলা নির্বাহী অফিসারের গাড়িচালক মো. হাশমত আলী, এসিল্যান্ডের নিরাপত্তারক্ষী সমীর বিশ্বাস, এসিল্যান্ডের গাড়িচালক সাগর সিকদার মামলা দায়ের করেন।


নারায়ণগঞ্জের ৭ থানা ও ৮ ফাঁড়িতে এলএমজি তাক করে বসে আছে পুলিশ

মার্কেট–শপিং মল খুলল চার দিন পর, ক্রেতা কম

১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউননের চিন্তা করছে সরকার : কাদের

পিগিং কার্যক্রমের জন্য টানা দু’দিন গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাতেনাতে ধরা খেয়ে নিজে চলে গেল, ঝর্ণাকে সঙ্গে নিল না


এর আগে পুলিশের এসআই মিজানুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ৫টি মামলা থানায় রুজু হয়েছে।

৩৬ জনকে আটক করা হয়েছে।

এর আগে লকডাউনের প্রথম দিনে (৫ এপ্রিল) সালথা এসিল্যান্ড মারুফা সুলতানা বাজারে গেলে সেখানে ব্যবসায়ীদের সঙ্গে বাদানুবাদের ঘটনা ঘটে।

পরে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করে সালথা উপজেলা পরিষদসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে পুড়িয়ে দেয় বেশকিছু দপ্তর।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর