মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী গ্রাফিতি, নিরাপত্তা বাড়ানোর আহ্বান

মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী গ্রাফিতি, নিরাপত্তা বাড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক

পবিত্র রমজান মাস শুরু হওয়ার পূর্বমুহূর্তে ফ্রান্সে একটি মসজিদের দেয়ালে ইসলাম বিদ্বেষী গ্রাফিতি আঁকা হয়েছে। এর জেরে দেশটিতে সব মসজিদে নিরাপত্তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন।

ফ্রান্সের পশ্চিমাঞ্চলীয় শহরের একটি মসজিদ এবং মুসলিম কালচারাল সেন্টারের দেয়ালে রোববার ও গ্রাফিতি দেখতে পান মসজিদের একজন কেয়ারটেকার এবং স্থানীয় মুসলিম কমিউনিটির একজন সদস্য।

ওই গ্রাফিতিতে ইসলাম এবং মুহাম্মদ (সা.)-কে অপমান করা হয়।

সেখানে ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু এবং ক্যাথলিজমকে ফ্রান্সের রাষ্ট্রধর্ম বানানোর কথা বলা হয়। এ ঘটনার পর রেনেসের সরকারি কৌঁসুলির অফিস তদন্ত শুরু করেছে।


আরও পড়ুনঃ


যেভাবে পাওয়া যাবে ‘লকডাউন মুভমেন্ট পাস’

চীনে সন্তান নেয়ার প্রবণতা কমছে, কমছে জন্মহার

কুমারীত্ব পরীক্ষায় 'ফেল' করায় নববধূকে বিবাহবিচ্ছেদের নির্দেশ

বাদশাহ সালমানের নির্দেশে সৌদিতে কমছে তারাবির রাকাত সংখ্যা


ঘটনাস্থলে গিয়ে ডারমানিন এই বিদ্বেষমূলক আচরণের নিন্দা জানান এবং ফ্রান্সের ৫৭ লাখ মুসলমানের সাথে একাত্মতা প্রকাশ করেন।

news24bd.tv / নকিব