মশা নিয়ন্ত্রণে জলাশয়ে ছাড়া হলো ব্যাঙ

মশা নিয়ন্ত্রণে জলাশয়ে ছাড়া হলো ব্যাঙ

Other

ডেঙ্গু প্রতিরোধ ও জৈবিকভাবে মশা নিয়ন্ত্রণে নগরীর কয়েকটি ড্রেন, খাল ও জলাশয়ে ব্যাঙ অবমুক্ত করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। মঙ্গলবার দুপুরে নগর ভবন এলাকায় প্রাথমিকভাবে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে কয়েকটি জলাশয়ে দুই হাজার ব্যাঙ অবমুক্ত করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

এসময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, প্যানেল মেয়র আসিফ হোসেন ডনসহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার লকডাউনের নামে চালাচ্ছে শাটডাউন: ফখরুল

আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে

ওবায়দুল কাদের কিংবা জাহিদ মালেক যদি এই ডিগ্রিটা পেতেন, তখন কী করতাম: সুমন্ত আসলাম

শ্রীপুরে মসজিদে অচেতন থাকা ব্যক্তিকে উদ্ধা


মেয়র জানান, এই ব্যাঙ পর্যায়ক্রমে জলাশয়গুলোতে বংশবিস্তার করবে এবং মশার লার্ভা খেয়ে তারা মশার বিস্তার ঠেকাতে সহায়ক ভুমিকা পালন করবে।

আর যেসব জলাধারে কিছুটা গভীরতা পাওয়া যাবে সেখানে মশার লার্ভা খেকো মাছ ছাড়া হবে। এছাড়াও যেসব জলাশয়ে হাঁস চাষের সুযোগ রয়েছে সেখানে মশক নিধনে হাঁস চাষেরও ব্যবস্থা নেওয়া হবে।

news24bd.tv তৌহিদ