শত্রুতা করে রাতে কেটে দেয়া হলো ১৮০ আমগাছের চারা

শত্রুতা করে রাতে কেটে দেয়া হলো ১৮০ আমগাছের চারা

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শত্রুতা করে রাতের অন্ধকারে ১৮০টি আমগাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত ১৩ এপ্রিল মঙ্গলবার উপজেলার পার্বতীপুর ইউনিয়নের হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

বাগান মালিক ভুক্তভোগী আব্দুর রাজ্জাক গতকাল বুধবার সন্ধ্যায় বলেন, অনেক কষ্ট করে পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে গেল সোমবার আম্রপালি ও আশ্বিনাসহ বিভিন্ন জাতের ২০০ আমগাছের চারা রোপণ করেছিলাম। মঙ্গলবার সকালে বাগানে গিয়ে দেখি চারাগুলো জমিতে পড়ে রয়েছে।

কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। অনেক কষ্ট করে গাছগুলো লাগিয়েছিলাম।

আরও পড়ুন


সেমিতে ম্যানচেস্টার সিটি, প্রতিপক্ষ নেইমার-এমবাপ্পের পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রিয়াল, লিভারপুলের বিদায়

টিকার দ্বিতীয় ডোজ নেয়ার পরে করোনা আক্রান্ত সাংসদ বাদশা

বাঘের হামলায় মৃত্যুর গুজবের পর বাড়ি ফিরলেন সিরাজুল


ভুক্তভোগী আব্দুর রাজ্জাকের অভিযোগ, পার্বতীপুর ইউনিয়নের রাহোগ্ৰামের শামসুদ্দিনের ছেলে কামরুজ্জামান চারাগুলো কেটে দিয়েছে। এ বিষয়ে অভিযুক্ত কামরুজ্জামানের কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি অস্বীকার করেছেন।

আমের চারা কেটে ফেলার বিষয়ে জানতে চাইলে পার্বতীপুর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার সাখাওয়াত হোসেন জানান, এখনও কোন অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

news24bd.tv আহমেদ