করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

করোনা আক্রান্ত এমপি বাদশাকে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত রাজশাহীর সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার বিকালে ৩টার দিকে হেলিকপ্টারে তাকে ঢাকায় পাঠানো হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, জরুরিভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয় সংসদ সদস্য বাদশাকে।


কলকাতায় বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা

যন্ত্রাংশের প্যাকেটে রাখা বোমার বিস্ফোরণে শিশু নিহত

লকডাউনের দ্বিতীয় দিনে করোনা শনাক্ত ৪১৯২


বাদশা রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য এবং ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।

চিকিৎসক সাইফুল বলেন, তার চিকিৎসার জন্য ১৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিসিন বিভাগের প্রধান খলিলুর রহমান ছিলেন প্রধান। বোর্ডের বৈঠকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকরা।

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমান জানান, ভর্তির সময় তার অক্সিজেন লেভেল ৯৭ থেকে ৯৮ শতাংশের মধ্যে উঠানামা করছিল। তার শারীরিক অবস্থা ভালো আছে। তবে তার ডায়াবেটিকসহ অন্য কিছু সমস্যা রয়েছে। তার উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ থাকায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর