লারপুরে পদ্মায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বাঘাইড়

লারপুরে পদ্মায় ধরা পড়ল ২৯ কেজি ওজনের বাঘাইড়

Other

নাটোরের লালপুরে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের বাঘাইর মাছ (আইড়)। আজ শুক্রবার ভোরে লালপুরের স্থানীয় জেলেরা পদ্মা নদীতে মাছ ধরতে গেলে লিটন নামের একজন জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে পার্শ্ববর্তী বাঘা বাজার মাছ আড়তে নিয়ে যায়।

সেখান থেকে ফজলুর রহমান নামে এক মাছ ব্যবসায়ী বাঘাইড়টি ক্রয় করে দুপুরের ওই মাছটি বিক্রির জন্য নাটোর শহরে নিয়ে আসে।

দুপুরের দিকে ভ্যান করে মাছটি বিক্রির জন্য কেন্দ্রীয় মসজিদের সামনে প্রদর্শন করে রাখে।  

আরও পড়ুন


ডেডিকেশন নিয়ে সংসার করেছি, কাজের জায়গাতেও একই রকম

জলবায়ু পরিবর্তন আইন করতে যাচ্ছে নিউজিল্যান্ড

ধর্মীয় একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে পাকিস্তান

পাঁচ দেশের সঙ্গে বিশেষ ফ্লাইট শুরুর ঘোষণা


এ সময় উৎসুক মানুষ মাছটি দেখতে ভীড় করে। এ সময় মাছ বিক্রির জন্য দায়িত্বে থাকা ব্যবসায়ী জাকির প্রতিকেজি এক হাজার হিসেবে ২৯ হাজার টাকা বিক্রি দাম হাকলেও ২১ হাজার টাকা দাম বলেছে স্থানীয় ক্রেতারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মাছটি বিক্রির প্রক্রিয়া চলছিল।

ফজলুর রহমান জানান, তিনি বগুড়া বাজারে মাছ বিক্রি করেন। কিন্তু যানবাহন না চলায় তিনি নাটোর বাজারে নিয়ে এসেছেন। কিন্তু কত টাকায় তিনি মাছটি কিনেছেন তা বলতে চাননি।

news24bd.tv / কামরুল