লাশ দাফনের জায়গা নেই ভারতে!

লাশ দাফনের জায়গা নেই ভারতে!

অনলাইন ডেস্ক

আপনি আমাকে ঘরের বাইরে যেতে নিষেধ করেছেন। কিন্তু আমি সেই কথা  না শুনে বাইরে গিয়েছি। এটাই আমার জীবনের সেরা ভুল।   সেই ভুলের জন্য আমি ক্ষমা চাই।

আমাকে ক্ষমা করে দিন। এভাবেই করোনায় বাবা হারানো এক তরুণ আক্ষেপ করছিলেন। যখন তারা বাবার মরদেহ অ্যাম্বুলেন্স থেকে বের করা হচ্ছিল। পাশেই তাড়াহুড়ো করে খনন করা কবরে তাকে দাফন করা হবে।

তখনও মাটিতে হাত চাপড়ে তরুণটি বিলাপ করছিলেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে করোনায় আক্রান্ত হয়ে  না ফেরার দেশে পাড়ি জমান ছেলেটির বাবা। আর  সেজন্য তার এত আক্ষেপ! 

করোনা মৃতদের জন্য শহরের মূল কবরস্থানের জায়গাও শেষ শেষ হয়ে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারতে  প্রতিদিন করোনার  সংক্রমণ নতুন মাইলফলক স্পর্শ করছে। ১৪০ কোটি বেশি জনসংখ্যার দেশ ভারতে গত দুই দিনে গড়ে দুই লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর সবচেয়ে বেশি আক্রান্ত শহর হিসেবে মুম্বাইকে ছাড়িয়ে যাচ্ছে দিল্লি।  

শুক্রবার (১৬ এপ্রিল) শহরের উপকণ্ঠে জাদিদ কবরস্থানে একের পর এক অ্যাম্বুলেন্সের বহর আসতে দেখা গেছে।   সেখানে বড় খালি একটি অংশও কোভিড-১৯ মৃতদের দাফনে বরাদ্দ দেওয়া হয়েছে।

যতদূর চোখ যায়, সীমানা দেয়াল পর্যন্ত কবরস্থান চলে গেছে। সেখানে আরও মরদেহ দাফনের জন্য খুব বেশি জায়গা বাকি নেই।  

news24bd.tv/আলী