বিদ্যুৎ অফিসের ভুলে প্রাণ গেলো শ্রমিকের

বিদ্যুৎ অফিসের ভুলে প্রাণ গেলো শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক

লালমনিরহাটের আদিতমারীতে বিদ্যুৎ অফিসের ভুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মজিদুল ইসলাম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যুর অভিযোগ উঠেছে।  

মজিদুল উপজেলার সারপুকুর এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লিবিদ্যুৎ সমিতির ঠিকাদারের চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতেন।

পল্লীবিদ্যুৎ অফিস ও স্থানীয়রা জানান, আদিতমারী সাবস্টেশনের আওতায় উপজেলার বিভিন্ন লাইনের ওপর পড়া গাছের ডাল কাটছিলেন মজিদুল।

গতকাল সন্ধ্যায় সাবস্টেশনের কন্ট্রোলের কাছে লাইন অফ করে নিয়ে মসুর দৌলজোর এলাকায় গাছের ডাল কাটছিলেন তিনি।

এ সময় মজিদুলের সঙ্গে থাকা সহকর্মীদের কাছে সিগন্যাল না নিয়ে কন্ট্রোল ভুলে ওই লাইন চালু করে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় মজিদুল। পরে তার সহকর্মীরা মজিদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়া সময় পথে তার মৃত্যু হয়।

  


করোনায় মারা গেলেন একুশেপদপ্রাপ্ত অভিনেতা এসএম মহসিন

যে সিনেমা নায়ক ওয়াসিমকে সুপারস্টারের খ্যাতি এনে দেয়

বিলবাওকে উড়িয়ে দিয়ে শিরোপা খরা ঘুচালো বার্সা

একের পর নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে চলচ্চিত্র মাধ্যমটি: শাকিব খান


পল্লিবিদ্যুৎ সমিতির আদিতমারী সাবস্টেশনের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, শ্রমিকটি দুর্ঘটনায় মারা গেছেন। তিনি ঠিকাদারের লোক। তাই ঠিকাদার বিষয়টি আপস মীমাংসার চেষ্টা করছে।   

news24bd.tv নাজিম