নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস

নলকূপের পাইপ দিয়ে অনবরত বের হচ্ছে গ্যাস

অনলাইন ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় একটি নলকূপ স্থাপনের পর পাইপ দিয়ে অনবরত গ্যাস বের হচ্ছে। সোমবার (১৯ এপ্রিল) গুণবতী ইউনিয়নের কর্তাম গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যেক্ষদর্শীরা জানান, রোববার (১৮ এপ্রিল) রাতে কর্তাম গ্রামের মিলন মাস্টারের বাড়ির হারুন-অর-রশীদের ঘরে  ১৬০ ফুট গভীরতার একটি নতুন নলকূপ বসানো হয়। কাজের শেষ পর্যায়ে সোমবার পানি উঠে কি-না দেখতে নলকূপের হাতলে চাপ দিলে গ্যাস বের হতে শুরু করে।

পরে দিয়াশলাইয়ের কাঠি জ্বালিয়ে দিলেই জ্বলে উঠছে আগুন। এ সময় আতঙ্কিত হয়ে পানি, বালি ও পাটের বস্তা দিয়ে ঢেকে গ্যাস বের হওয়া বন্ধ করা হয়।

আরও পড়ুন


মামুনুল করলে সমস্যা নেই, বললেই বিরাট সমস্যা: মোজাফ্ফর হোসেন

রাস্তা-ঘাট থেকে শুরু করে শ্বশুড় বাড়িতেও পদ-পদবীর দাপট

ভুয়া আইডির জ্বালায় থানার শরণাপন্ন নায়ক আমিন খান

রাজনীতির চেয়েও পৃথিবীর সবচেয়ে বেশি সর্বনাশ করছে বিজ্ঞান


এ ব্যাপারে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির ভূতত্ত্ব বিভাগের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ার খবর পেয়েছি। তবে লকডাউনের কারণে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না।

পরবর্তী সময়ে স্থানটি পরিদর্শন করবেন যথাযত কর্তৃপক্ষ।

news24bd.tv আহমেদ