নাইজেরিয়ায় আইএস হামলায় ৩১ সেনা নিহত

নাইজেরিয়ায় আইএস হামলায় ৩১ সেনা নিহত

অনলাইন ডেস্ক

নাইজেরিয়ার উত্তরা-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে অস্ত্রভান্ডারে প্রহরারত একটি সামরিক বহরে আইএস সম্পৃক্ত জিহাদিদের হামলায় কমপকে ৩১ সৈন্য নিহত হয়েছে। জিহাদিরা সেখানের একটি ঘাঁটি দখল করে নেয়।

সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপি’কে সোমবার (২৬ এপ্রিল) জানায়, প্রায় ২০টি গাড়িতে করে আসা ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকান প্রভিন্সের যোদ্ধারা আঞ্চলিক রাজধানী মাইদুগুরির উপকণ্ঠে মাইনক শহরে রবিবার ওই সামরিক বহরে হামলা চালিয়ে এসব সৈন্য হত্যা করে। তারা পার্শ্ববর্তী একটি ঘাঁটিতে হামলা চালিয়ে বিভিন্ন অস্ত্র লুট করে।


গীতিকবি ওসমান শওকত না ফেরার দেশে

রিকশা ও নৌকা সবচেয়ে কোভিড সেইফ যানবাহন!

শিশু সহ ‘উধাও’ হওয়া গাড়ি উদ্ধার


উল্লেখ্য, চলতি বছর নাইজেরিয়াতে বর্ধিত নিরাপত্তাহীনতার কারণে বহু সেনা ও সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। মাত্র এক মাস আগেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে ইসলামি উগ্রবাদীদের চারটি হামলায় ৩০ সেনা সদস্য প্রাণ হারান। ১২ বছরের জিহাদি সংঘর্ষে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ৩৬ হাজার মানুষ মারা গেছে এবং প্রায় ২ কোটি মানুষ তাদের ভিটেবাড়ি থেকে উৎখাত হয়েছে।

news24bd.tv নাজিম