তুরস্কে এবার ১৭ দিন মদ বিক্রি নিষিদ্ধ

তুরস্কে এবার ১৭ দিন মদ বিক্রি নিষিদ্ধ

অনলাইন ডেস্ক

মদ জাতীয় পানীয় বিক্রি নিষিদ্ধ করেছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান যে নতুন ‘সম্পূর্ণ লকডাউন’ দিয়েছেন তারই অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার থেকে ১৭ দিনের জন্য দেশটিতে মদ বিক্রি নিষিদ্ধ থাকবে।

একজন তুর্কি কর্মকর্তা বলেছেন, লকডাউনের সময় কেবল প্রয়োজনীয় দোকান খোলা থাকবে। এসময় প্রয়োজনীয় দোকানগুলো খাবার এবং অন্যান্য মৌলিক জিনিস সরবরাহ করতে পারবে।

ওই কর্মকর্তা বলেন, নিঃসন্দেহে প্রয়োজনীয় দোকানের মধ্যে মদের দোকান পড়ে না।

তিনি বলেন, আমরা সুপারমার্কেটের বেভারেজ সেকশনে অ্যালকোহল পণ্যের বিক্রি বন্ধ করে দিয়েছি। কেননা যেহেতু এসময় সব মদের দোকান বন্ধ থাকবে, তাই অসম প্রতিযোগিতার অভিযোগ তুলতে পারে মদ দোকানের মালিকরা।

তবে সরকারি এই সিদ্ধান্তের কারণে মদের উৎপাদকদের ওপর কোনও প্রভাব পড়বে না।

তারা তাদের পণ্য সরাসরি অনলাইনে বা ফোনে অর্ডারের মাধ্যমে বিক্রি করতে পারবে। এছাড়া এগুলোকে কার্গোর মাধ্যমে ডেলিভারি করতে পারবে।

এমন সিদ্ধান্তের পেছনে যৌক্তিক কারণ আছে বলেও মন্তব্য করেছেন তুরস্কের কর্মকর্তারা।


আরও পড়ুনঃ


ভারতে ৭১ বছর পর কোন নারীর ফাঁসি!

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


এর আগে গত ডিসেম্বরেও মদ বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ‍তুর্কি সরকার।

তখন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সৌলু বলেছিলেন, করোনাভাইরাসে আক্রান্তের পেছনে মদের ভূমিকা রয়েছে। আমাদের সিদ্ধান্ত বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নেয়া। অ্যালকোহলের কারণে সামাজিক দূরত্ব মানার ওপর প্রভাব পড়ে। বিশ্বের অন্যান্য পশ্চিমা দেশগুলোও মহামারির সময় একই ধরনের কাজ করেছে।

news24bd.tv / নকিব