করোনা ঠেকাতে গোয়ায় চার দিনের লকডাউন

করোনা ঠেকাতে গোয়ায় চার দিনের লকডাউন

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামীকাল থেকে ভারতের গোয়ায় চারদিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। ২৯ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত এই লকডাউন চলবে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ শাওয়ান্ত বলেন, খুব বেশি প্রয়োজন ছাড়া সব সেবা ও পণ্য বন্ধ থাকবে। এসময়ে কোন গণপরিবহণ চলবে না।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে সোমবার সকাল পর্যন্ত এই লকডাউন চলবে।

গতকাল মঙ্গলবার গোয়ায় ২ হাজার ১১০ জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং ৩১ জন মারা গেছেন। এ নিয়ে ভারতের এই রাজ্যে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৯০৮ জন এবং মৃতের সংখ্যা ১ হাজার ৮৬ জন।


আরও পড়ুনঃ


ইফতারে প্রশান্তি পেতে বাঙ্গির শরবত

ইন্দোনেশিয়ার সাবমেরিনটির ক্রুদের বিদায়ী সঙ্গীত (ভিডিও)

দোকানে খুচরা চুরি করে ধরা খেলেন দুই পাকিস্তানি কূটনীতিক!

দিল্লিতে করোনায় মৃতের সৎকার সংখ্যার সাথে সরকারি সংখ্যার হিসাবে গরমিল


মুখ্যমন্ত্রী আরও বলেন, লকডাউনের সময়ে সাপ্তাহিক বাজার, শপিংমল ও ক্যাসিনো বন্ধ থাকবে।

তবে শিল্প কারখানা যথারীতি চলবে।

এ ছাড়া করোনাভাইরাস নিয়ে এসময়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

news24bd.tv / নকিব