চট্টগ্রামে দ্রুত এগিয়ে চলছে কর্ণফুলী টানেল ও পানি শোধনাগারের কাজ

Other

মহামারি করোনার মধ্যেও থেমে নেই চট্টগ্রামে মেগা প্রকল্পের কাজ। পুরোদমে চলছে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেলের কাজও। এই পর্যন্ত শেষ হয়েছে ৬৬ দশমিক পাঁচ শতাংশ। প্রায় ছয় হাজার কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্পের কাজেও এসেছে গতি।

পুরোদমে চলছে লালখানবাজার থেকে বিমানবন্দরমুখী প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। প্রায় শেষ ওয়াসার দ্বিতীয় প্রকল্পের কাজ সহ আরো দুই প্রকল্প।

 গত বছর করোনার ভয়াবহতার মধ্যে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হলেও এবার তেমন কোন প্রভাব পড়েনি চট্টগ্রামে চলমান মেগা প্রকল্পে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মানের কাজ চালছে পুরোদমে।

প্রকল্প পরিচালক বলছেন এই পর্যন্ত টানেলের কাজ শেষ হয়েছে ৬৬ দশমিক ৫ শতাংশ।

এদিকে ওয়াসার চলমান তিন প্রকল্পের মধ্যে দৈনিক ১৪ কোটি লিটার পানি উৎপাদন ক্ষমতাসম্পন্ন শেখ হাসিনা পানি শোধনাগার দ্বিতীয় প্রকল্পের কাজ শেষ। অন্যান্য প্রকল্পের কাজও চলছে দ্রুতগতিতে ।

অগ্রগতি হয়েছে নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা জলাবদ্ধতা প্রকল্পেও। একই সাথে শহর থেকে বিমানবন্দরমুখী প্রায় ১৬ কিলোমিটার দৈর্ঘ্যের এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও চলমান।

করোনার ভয়াবহতার মধ্যে উন্নয়ন কাজ চালু রাখাকে বড় সফলতা বলছেন নগর বিশ্লেষকরা। সট ৩ : প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার, নগর বিশ্লেষক,চট্টগ্রাম।

 সমুদ্রে মৎস আহরন, শিল্প কারখানাসহ সচল আছে চট্টগ্রাম বন্দরের সকল কার্যক্রমও।

news24bd.tv / কামরুল