মিয়ানমার সেনাবাহিনীর প্রতি জাতিসংঘের বার্তা

মিয়ানমার সেনাবাহিনীর প্রতি জাতিসংঘের বার্তা

অনলাইন ডেস্ক

দ্রুত সহিংসতা বন্ধ করে গণতন্ত্র ফিরিয়ে আনতে মিয়ানমার সেনাবাহিনীকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। সেইসাথে অং সান সুচি সহ সব রাজনৈতিক বন্দিদের মুক্তি চাওয়া হয়েছে।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে দেয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘বিভিন্ন স্থানে সহিংসতা ছড়িয়ে পড়ায় অপ্রত্যাশিত কঠিন পরিস্থিতির মুখে পড়েছে সেনাবাহিনী।

মিয়ানমারে জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন শরণার বার্গনার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদকে বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশটির সঙ্গে তার আলোচনা নানা জটিলতার দিকে গেছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে সংঘর্ষ থেকে শুরু করে সাধারণ মানুষের কাজ হারানোর বিষয়ে সতর্ক করেছেন তিনি।


আরও পড়ুনঃ


কলার পুষ্টিগুণ

৩ লাখ ছাড়ানোর নয় দিনের মাথায় ৪ লাখ সংক্রমণে ভারত!

করোনা আক্রান্ত স্ত্রীকে দিয়ে ভয় দেখিয়ে পাওনা টাকা আদায়!

খেলা কি বন্ধ হয়? খেলবো মনে করলেই খেলা হবে: অনুব্রত মন্ডল


নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলো তাদের গভীর উদ্বেগের বিষয়টি আরেকবার সামনে এনে বলছে, সব ধরনের সহিংসতা এখনই বন্ধ করা উচিত।

উল্লেখ্য, মিয়ানমারের জাতীয় নির্বাচনে কারচুপির দাবি করে সামরিক বাহিনী গত ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে এবং দেশে এক বছরের জন্য জরুরি অবস্থা জারি করে।

সু চি-সহ বেসামরিক রাজনৈতিক নেতাদের বন্দি করা হয়।

news24bd.tv / নকিব