সেলিব্রিটি নিউজ বনাম বাস্তব দুনিয়া

বিল গেটস ও মেলিন্ডা

সেলিব্রিটি নিউজ বনাম বাস্তব দুনিয়া

Other

বিল ও মেলিন্ডা গেটসের বিচ্ছেদের ঘোষণা একটি সেলিব্রিটি নিউজ। সাধারণ মানুষের বিবাহবিচ্ছেদের খবর নয়। সাধারণ হলে খবরই হতো না।

আমেরিকাতে প্রতি ১৩ সেকেন্ডে একটি বিবাহবিচ্ছেদ হয়।

এ হিসেবে প্রতি ঘণ্টায় ২৭৭, প্রতিদিন ৬ হাজার ৬৪৬ প্রতি সপ্তাহে ৪৬ হাজার ৫২৩ এবং প্রতি বছর ২৪ লাখ ১৯ হাজার ১৯৬টি বিবাহবিচ্ছেদ ঘটছে।  

এই বিপুল সংখ্যক বিবাহবিচ্ছেদের কয়টার খবর আপনি পান? পান না বললেই চলে। যদি পেয়েও থাকেন, সেটাও অন্য কোনো সেলিব্রিটির।

news24bd.tv

আমেরকিার সাধারণ কারো বিবাহবিচ্ছেদ বা অন্য কোনো ঘটনার খবর আপনি হয়তো ইহজনমে পাবেন না।

কারণ পাওয়ার কথা নয়।

সেলিব্রিটিদের জীবনযাপন, হিসেব-নিকেশ কি আপনার-আমার মতো? না। তাই তাদের খবর দিয়ে সাধরণের কোনো কাজ নেই।  

অবশ্য এটা একটা সাধারণ জ্ঞান। এ খবর জানার মাধ্যমে আপনি আর দশটা খবরের মতো দেশ-দুনিয়ার খবর রাখলেন। এটা খারাপ না। আবার না রাখলে যে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে তাও কিন্তু না।

কিন্তু সেলিব্রিটি ডিভোর্স নিউজ দিয়ে সাধারণের দাম্পত্য হিসেব করলে ভুল করা হবে। মনে রাখতে হবে সেলিব্রিটিরা হচ্ছেন স্টার বা তারকা। তারা থাকেন আকাশে। অচিন্তনীয় উচ্চতায়।

মাটির মানুষের জীবনের বিবাহ বা বিচ্ছেদ, জন্ম-মৃত্যু খবর হয় না। সমাজ-জীবন বুঝতে চাইলে আকাশ থেকে দৃষ্টি নামিয়ে আনতে হবে মাটিতে, সাধারণ মানুষ যেখানে থাকেন।


আগামী মাসে পুতিনের সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করলেন বাইডেন

বাবা-মা-বোনের পর এবার কোভিড পজিটিভ দীপিকা পাড়ুকোন

সাক্ষাতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে ৪টি আবেদন জানালো হেফাজত নেতারা

দুধের ১০ উপকারিতা


ঈথারে বা মিডিয়ায় কান পেতে সাধরণ মানুষের খবর পাওয়া যায় না। তাদের সুখ-দুঃখ, হাসি-কান্না কিছুই টের পাওয়া যায় না।

মাটির মানুষের খবর পেতে হলে, তাদের বুঝতে হলে আশ-পাশে তাকান, কান পাতুন দেয়ালে। অনেক কিছুই জানা হয়ে যাবে।

হারুন আল নাসিফ: কবি, ছড়াকার, সাংবাদিক।

news24bd.tv নাজিম