ঈদের দ্বিতীয় দিনে মাহফুজুর রহমানের ‘সুখে থাকো তুমি’

ঈদের দ্বিতীয় দিনে মাহফুজুর রহমানের ‘সুখে থাকো তুমি’

অনলাইন ডেস্ক

ঈদ আসবে আর সেই ঈদে মাহফুজুর রহমানের গান থাকবে না, গত কয়েক বছরে এমন দৃশ্য দেখা যায় নি। এবারও দর্শকদের মন খারাপ হওয়ার কোন কারণ নেই। কারণ, এবার ঈদেও দর্শক-শ্রোতাদের জন্য মন মাতানো মৌলিক গান নিয়ে আসছেন ‘গানের পাখি’ ও ‘সুরসম্রাট’ খ্যাত মাহফুজুর রহমান।

ঈদের দ্বিতীয় দিন রাত সাড়ে দশটায় তার একক সঙ্গীতানুষ্ঠানটি প্রচার হবে এটিএন বাংলায়।

 এবারের অনুষ্ঠানে থাকছে মোট ১০টি গান। নতুন এই গানের অনুষ্ঠানের শিরোনাম ‘সুখে থাকো তুমি’।

অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো, ‘চলে গেছ ক্ষতি নেই’, ‘কথা দিলাম’, ‘প্রথম দেখা’, ‘বাঁচব না তোমায় ছাড়া’, ‘দিন রাত ২৪ ঘণ্টা’, ‘একাকী জীবন আমার’, ‘সুখে থকো তুমি’, ‘মনের ঘর’, ‘ভুলে যাও’ এবং ‘আমার জীবন’।

news24bd.tv

অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ।

 গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান নিজেও। জানা যায়, গানগুলো চিত্রায়ন করা হয়েছে এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন মনোরম লোকেশনে।


আরও পড়ুনঃ


ট্রিও মান্ডিলি: এক আধুনিক রূপকথার গল্প

রোজার সৌন্দর্যে ​মুগ্ধ হয়ে ভারতীয় তরুণীর ইসলাম গ্রহণ

আইপিএল নেই, বাড়ি ফিরে যা করতে চান কোহলি

এক সপ্তাহে বিশ্বে করোনা আক্রান্তের অর্ধেকই ভারতে, মৃত্যু এক-চতুর্থাংশ


চ্যানেলটির প্রত্যাশা, করোনায় ঘরবন্দি দর্শকদের একঘেয়েমি কাটাতে ড. মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে।

news24bd.tv / নকিব