শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

ফাইল ছবি

শিমুলিয়া ঘাটে ঘরমুখী মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক

ঈদ সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি দিনে দেশের দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে।

ভোর থেকেই এ নৌরুটে মানুষ ও যানবাহনের ভিড় দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় আরও বাড়তে থাকে।

এদিকে, পদ্মায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে করে পার হতে হচ্ছে যাত্রীদের। অত্যধিক চাপে ফেরিগুলোতে পার করা যাচ্ছে না গাড়ি। সকাল ১০টা পর্যন্ত ঘাটে পারাপারের অপেক্ষায় ছিল সাত শতাধিক ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। এছাড়া নদী পার হওয়ায় অপেক্ষায় ছিল আড়াইশ থেকে তিন'শ মোটরসাইকেল।

 


ছাদে মিলল মাদ্রসাছাত্রীর গলাকাটা মরদেহ

রাশিয়ায় এক ডোজের স্পুটনিক টিকার অনুমোদন

জুমাতুল বিদাকে ‘আল-কুদস দিবস’ বলা হয় কেন?

মধ্যরাতে হেফাজতের নেতা শাহীনুর পাশা গ্রেপ্তার


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, আসন্ন ঈদ ও শুক্রবার ছুটির দিন হওয়ায় ঘাটে মানুষের ঢল নেমেছে। যানবাহন ও যাত্রীদের নির্বিঘ্নে পারাপারে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। নৌরুটে ১৩টি ফেরি চলছে।

news24bd.tv নাজিম