করোনার নেতিবাচক প্রভাবে মলিন রংপুরের বেনারসি পল্লী

করোনার নেতিবাচক প্রভাবে মলিন রংপুরের বেনারসি পল্লী

Other

করোনার নেতিবাচক প্রভাবে মলিন রংপুরের বেনারসি পল্লী। নববর্ষের পর রোজার ঈদকে ঘিরেও নেই কর্মচাঞ্চল্য। ব্যবসায় মন্দার কারণে অনেক কারখানা বন্ধ করে দিয়েছেন মালিকরা। এ অবস্থায় বেনারসি শিল্পকে বাচাতে সরকারের কাচে প্রণোদনা চান তারা।

 

এ চিত্র রংপুরের গঙ্গাচড়া উপজেলার হাবু গ্রামের তাঁতপল্লীর। ঘরে ঘরে তাতের খুটখাট শব্দে একাকার ছিল দিনরাত। আগে পহেলা বৈশাখ আর রোজার ঈদ ঘিরে তাতীতের কর্ম ব্যস্ততা বাড়লেও করোনার ছোবলে তা পাল্টে গেছে।  

বর্তমানে কয়েকটি ঘরে হাতেগোনা কিছু মানুষ টিকে আছে কোন মতে।

কারিগররা জানান, গেল বছরের মত এ বছরও করোনা ও লকডাউনের কারণে বেচাকিনি হচ্ছে না। আবার শাড়ী তৈরির উপকরণের দামও বেড়েছে। এ অবস্থায় সব কিছু মিলিয়ে লোকসানের পাল্লা আরও ভারী হচ্ছে।

সরকারের সহায়তা আর নিজেদের চেষ্টায় এ গ্রামেই বেশকিছু শোরুম নিয়ে গড়ে উঠেছে বেনারসি পল্লী। ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। এমন বাস্তবায়তায় সরকারের কাছে  প্রণোদনা চান মালিকরা।   

বেনারসি শিল্প রক্ষায় সরকারের সহায়তা চান ব্যবসায়ী নেতারাও। নানা সংকটে কমতে কমতে এখন মাত্র শতাধিক পরিবার ৫০টি ছোট ছোট কারখানা ধরে রেখেছে রংপুরের বেনারসি ঐতিহ্য।

news24bd.tv / কামরুল