আল-আকসা মসজিদে আবারও ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা (ভিডিও)

আল-আকসা মসজিদে আবারও ফিলিস্তিনি মুসলিমদের ওপর হামলা (ভিডিও)

অনলাইন ডেস্ক

জেরুজালেমের পবিত্র স্থাপনা আল-আকসা মসজিদে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলের ইহুদি সেনারা। পবিত্র রমজানের ২৮ রোজায় সোমবার (১০ মে) এই হামলা চালায়।

শতাধিক ইসরায়েলি সেনা আল-আকসা মসজিদের ভেতরে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডসহ হামলা চালায়। এ সময় ইসরায়েলি হেলিকপ্টারগুলো আল-আকসা মসজিদের ওপর দিয়ে উড় যেতে দেখা যায়।

ফিলিস্তিনিদের রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা জানান, চিকিৎসাকর্মীদের সহিংসতার জায়গায় পৌঁছতে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এই হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতরে টিয়ার গ্যাস দিয়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া মসজিদে ভেতরেই ফিলিস্তিনি নারীদের ওপর স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে তারা।

এ ঘটনায় কমপক্ষে ৫০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি অভিযানে ছয়জন সাংবাদিকও আহত হয়েছেন বলে জানিয়েছেন তারা।


আরও পড়ুনঃ


বিক্ষোভে বাড়ল ঈদের ছুটি

ফ্রান্সের ইকুইহেন বিচ: উল্টানো নৌকার নিচে বসবাস

ভারতে শ্মশান থেকে মৃতদের কাপড় চুরি, আটক ৭

মৃত্যুর আগে বাবাকে ফোনে জানালেন ধর্ষণের কথা!


এ ছাড়া রোববারও (৯ মে) লাইলাতুল কদরের রাতে আল-আকসা মসজিদের কাছে কয়েক হাজার মুসল্লির নামাজ আদায়ের সময় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি পুলিশ। এই সংঘর্ষে শিশুসহ ৮০ জন আহত হয় বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv / নকিব