ঈদে বাড়ি যাওয়া মানুষগুলোকে দোষ দিয়ে আর লাভ কী?

ঈদে বাড়ি যাওয়া মানুষগুলোকে দোষ দিয়ে আর লাভ কী?

Other

১. বিমানে কিংবা প্রাইভেট কারে যারা এক স্থান থেকে অন্যস্থানে যান-তারা পথে পথে ভাইরাস ছড়ানোর কিংবা নিজে সংক্রমিত হওয়ার পথ তৈরি করে যান না। তাদের এই যাত্রাটা তূলনামূলক ঝুঁকিহীন। কিন্তু গাদাগাদি করে ফেরিতে যাওয়া মানুষগুলোর সাথে  বিমানে বা প্রাইভেট কারে কোথাও যাওয়ার তূলনা যারা করেন এবং বৈষম্য খুঁজে পান- তারা আসলে বিজ্ঞান বোঝেন না, এক বছরেও কোভিড ভাইরাস সম্পর্কে তারা কোনো খোঁজ খবর রাখেননি। সেটি মিডিয়া হোক, সাংবাদিক হোক, রাজনীতিক হোক আর আম জনতা হোক।

২. আমি শুরু থেকেই ঈদে বাড়ি যাওয়া মানুষগুলোকে দোষারুপ করা থেকে নিজেকে দূরে রেখেছি। বরং প্রশ্ন করেছি, আমরা কি তা হলে এদের কাছে সঠিক বার্তাটুকু পৌঁছাতে পারিনি! যে বার্তা তাদের কাছে গেলে মহামারী সম্পর্কে অন্য মানুষের, নিজের স্বজনদের পরিবারকে বিপদে ফেলার ভয় তাদের মধ্যে তৈরি হবে!

৩. ঈদ যাত্রা নিয়ে যারা বৈষমের প্রশ্ন তুলেছেন, তাদের দিকে তাকিয়ে মনে হয়েছে, ঈদে বাড়ি যাওয়া মানুষগুলোকে দোষ দিয়ে আর লাভ কী। আমরা নিজেরাই তো ‘আসলে বার্তাটা কি’ তা শিখে উঠতে পারিনি। আমরা অন্যকে, দেশের সাধারণ মানুষকে আর কী শেখাব!

শওগাত আলী সাগর, প্রধান সম্পাদক, নতুনদেশ

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর