রাশিয়ায় স্কুলে গোলাগুলি, নিহত কমপক্ষে ১১

রাশিয়ায় স্কুলে গোলাগুলি, নিহত কমপক্ষে ১১

অনলাইন ডেস্ক

রাশিয়ার শহর কাজানের একটি স্কুলে গুলিবিদ্ধ কমপক্ষে ১১ জন মারা গেছে। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, আহত অবস্থায় ১২ জন শিশুসহ আরও চারজন হাসপাতালে রয়েছে।

হামলার রুশ স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা এক হাজারের বেশি। ঘটনার সময় শিক্ষার্থীদের স্কুল ভবন থেকে লাফিয়ে পড়তে দেখা গেছে।

খবর পেয়ে পুলিশ স্কুলটি ঘিরে ফেলে। কাজান রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৪৩০ মাইল পূর্বে অবস্থিত তাতারস্তার অঞ্চলের রাজধানী।

তাতারস্তানের প্রেসিডেন্ট রুস্তম মিনিখানোভ বলেছেন, এই প্রাণহানি আমাদের দেশের জন্য এক বিয়োগান্তক অধ্যায়।


আরও পড়ুনঃ


ফ্রান্সের ইকুইহেন বিচ: উল্টানো নৌকার নিচে বসবাস

টিকা আনতে চীনে বিমানবাহিনীর পরিবহণ বিমান

ঈদে অর্থ বহনে ঢাকা মেট্রোপলিটান পুলিশের নির্দেশনা

ভারতে বাতিল হল গো-রক্ষা হেল্প ডেস্ক


এ ঘটনায় ১৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে লাইসেন্সসহ অস্ত্র ছিলো বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও ছড়িয়ে পড়া এক ভিডিওতে ভবনটির বাইরেই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এমন দৃশ্য দেখা যায়।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv / নকিব