মিস ইউনিভার্স হলেন 'লিঙ্গ বৈষম্য দূরীকরণে' কাজ করা মেক্সিকান সুন্দরী

মিস ইউনিভার্স হলেন 'লিঙ্গ বৈষম্য দূরীকরণে' কাজ করা মেক্সিকান সুন্দরী

অনলাইন ডেস্ক

৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার বিজয়ী হলেন মেক্সিকোর প্রতিযোগী আন্দ্রেয়া মেজা। তিনি মিস ইউনিভার্স শিরোপা জয়ী তৃতীয় মেক্সিকান নারী।

আজ সোমবার বিজয়ী ঘোষণা করার পর আন্দ্রেয়া মেজাকে মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স জোজোবিনি তুনজি।

news24bd.tv

এ বছর সেরা পাঁচে মিস মেক্সিকোর পাশাপাশি আরও জায়গা করে নিয়েছিলেন মিস ইন্ডিয়া, মিস ব্রাজিল, মিস পেরু, মিস ডমিনিকান রিপাবলিক।


আরও পড়ুনঃ


গ্রহাণু ঠেকাতে অন্তত পাঁচ বছর সময় লাগবে: নাসা

ইসরাইলের বর্বর আক্রমণ কেবলই ক্ষমতার জন্য: বেলা হাদিদ

হামলায় ইসরাইলের একক আধিপত্যের যুগ শেষ: হামাস

ভারতের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘তাওকত’, রেড অ্যালার্ট


এ বছর মিস ইউনিভার্স শিরোপা জয়ী আন্দ্রেয়া মেজা পেশায় সফটওয়্যার প্রকৌশলী। তিনি লিঙ্গ বৈষম্য দূরীকরণেও কাজ করছেন।  

news24bd.tv / নকিব