পৃথিবীর অসম্ভব সুন্দর শহর সিডনি

পৃথিবীর অসম্ভব সুন্দর শহর সিডনি

Other

অনেক দিনের স্বপ্ন আম্মাকে নিয়ে হেলিকপ্টারে চড়ে সিডনি হারবার ব্রিজের উপর দিয়ে ঘুরবো। সিডনি শহর, অপেরা হাউজ, প্রশান্ত মহাসাগরীয় নীল জল দেখাব।  

যথারীতি হেলিকপ্টারে উঠলাম। আম্মা ভয়ে চোখ বন্ধ করে শক্ত হয়ে বসে আছেন।

কিছুতেই চোখ খুলছেন না, হেলিকপ্টার হারবার ব্রিজের উপরে চলে এসেছে। যাকে দেখাবার জন্য এত আয়োজন, তিনি কিছুই দেখছেন না। আমার মনটা খারাপ হয়ে গেল, ভীষণ।  

হঠাৎ বললাম, ‘আমার জ্বরজ্বর লাগছে… কপালে একটু হাত দিয়ে দেখবেন, আম্মা?’ 

মুহূর্তেই কপালে হাত রেখে তিনি আমার মুখের দিকে তাকালেন।

 

আমি জিজ্ঞেস করলাম, ‘কপালটা গরম না, আম্মা?’ ‘কই? না তো...’। ‘আম্মা, নিচের দিকে একটু তাকান তো...’।  

তিনি নিচের দিকে তাকালেন। সবকিছু দেখতে থাকলেন‌, মুগ্ধচোখে দেখতে থাকলেন। আর আমি আম্মাকে দেখতে থাকলাম। কখন জানি আমার চোখে পানি এসে গেছে! মায়ের চোখ তা এড়াল না। তিনি জিজ্ঞেস করলেন, 

‘তোমার খারাপ লাগতেছে, বাবা?’ 
‘না, আম্মা। ভালো লাগছে, ভীষণ’।   

'তোমার চোখে পানি কেন, বাবা?'
'আজ যদি আব্বা বেঁচে থাকতেন!'

এবার আম্মার চোখও ভিজে উঠলো। পৃথিবীর অসম্ভব সুন্দর শহর সিডনি, বিশ্ব বিখ্যাত অপেরা হাউজের উপর দিয়ে হেলিকপ্টার উড়ছে, আর আমরা দু'জন মা ও ছেলে নিরবে কাঁদছি...

news24bd.tv / কামরুল