সুনামগঞ্জে আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Other

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের দ্বিজেন্দ্র কুমার নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩ কোটি টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।  

রোববার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত বন্যা আশ্রয় কেন্দ্রের নতুন এর ভবন ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-১ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আব্দুল লতিফ তরফদার, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, তাহিরপুর উপজেলা প্রকৌশলী ইকবাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

news24bd.tv / কামরুল