চীনের কাছে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

চীনের কাছে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ চাইলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

করোনাভাইরাস অতিমারির শুরু থেকেই ভাইরাসটিকে চীনা ভাইরাস বলে আসছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাইরাসটি চীনের কোন গবেষণাগার থেকেই যে ছড়িয়েছে সে ব্যাপারেও একরকম নিশ্চিতই ছিলেন তিনি। এমনকি করোনাভাইরাস প্রতিরোধে তার ব্যর্থতার কারণেই যে তিনি নির্বাচনে হেরেছেন এটা অনেকেই মানেন। তাই চীনের ওপর তার আলাদা রাগ থাকাটাই স্বাভাবিক।

করোনার ক্ষতিপূরণ বাবদ এবার চীনের কাছ থেকে ১০ ট্রিলিয়ন ডলার দাবি করেছেন ট্রাম্প। আজ শুক্রবার এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।

ট্রাম্প বলেন, চীন উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ ভাইরাসের কারণে যে পরিমাণ মৃত্যু এবং ক্ষতি হয়েছে তার জন্য যুক্তরাষ্ট্র ও বিশ্বকে ১০ ট্রিলিয়ন ডলার ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে চীনের।

তিনি বলেন, এখন সবাই, এমনকি আমার ‘শত্রু’ও বলতে শুরু করেছেন যে, চীনের উহানের ল্যাব থেকে করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার বিষয়ে আমি যা বলেছি তা ঠিক ছিল। জো বাইডেন করোনার জন্য চীনকে দায়ী করছেন।


আরও পড়ুন


ক্ষমতায় যেতে এবার রোহিঙ্গাদের নাগরিকত্বের টোপ!

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

এখনও ফ্রান্সের প্রধান অস্ত্র ক্রেতা সৌদি আরব

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


উল্লেখ্য, শুরু থেকেই করোনাভাইরাসকে চীনা ভাইরাস বলে দাবি করে আসায় চীনের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়েছে। কিন্তু এতে কখনো ভ্রূক্ষেপও করেননি ট্রাম্প, আর এবার তো ক্ষতিপূরণই চেয়ে বসলেন!

news24bd.tv / নকিব