মিডিয়া দেখলে অনেক বুদ্ধিমানও গর্দভ হয়ে যায়

মিডিয়া দেখলে অনেক বুদ্ধিমানও গর্দভ হয়ে যায়

Other

অতি কথন খুব খারাপ বিষয়। কোনটা বলা যাবে কোনটা বলা যাবেনা এই বিষয়টি বুঝতে পারায় যোগ্যতার বিষয়। এখানে মেধা,শিক্ষাগত যোগ্যতার বা পদ পদবীর চেয়ে “কমন সেন্স” বেশি  গুরুত্বপূর্ণ।

মিডিয়া দেখলে অনেক বুদ্ধিমানও গর্দভ হয়ে যায়।

কারণ একটাই, মিডিয়াতে হিরো হওয়া বা জাতিকে চেহারা দেখানোর সুযোগ অনেকেই হাতছাড়া করতে চান না। আর এই গর্ধভি হিরোইজম করতে গিয়ে জাতির কিংবা দলের বারোটা বাজে।

 প্রথমত: মিডিয়াতে সব কিছু বলতে আপনি বাধ্য না। আর সব কিছু জাতির জানারও দরকার নাই।

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এমন অনেক কিছুই থাকে যা প্রকাশিত হলে ক্ষতিকর হবে। জাতির ক্ষতি কেউই চাওয়া উচিত না। করোনার যে টিকা চীন শ্রীলংকাকে দিয়েছে ১৫ ডলারে বাংলাদেশেকে তা দিয়েছিল ১০ ডলারে। শর্ত ছিল দামের বিষয়টি বাংলাদেশ প্রকাশ করতে পারবে না। এই শর্ত আমরা রক্ষা করতে পারিনি, শুধু বাচালতার কারণে।

যখন অনেক উন্নত প্রভাবশালী দেশ টিকা পায়নি, তখন ভারত থেকে সেরামের টিকা পেয়েছিলো বাংলাদেশের মানুষ। চীনের সাথে দরদামে জিতে যাওয়াটাও ছিল বাংলাদেশের আরেকটি সফলতা। কিন্তু এই সফলতা ম্লান হয়ে গেলো এই হেরোইজম প্রীতির কারণে। একজন কর্মকর্তা হিরো সাজতে গিয়ে মিডিয়াতে দাম বলে দিলেন।


আরও পড়ুন


এবার ইন্দোনেশিয়ান ভাষায় হিরো আলমের বিরহের গান (ভিডিও)

টিকটকারদের ভয়ংকর ফাঁদ, কয়েকশ জনকে খুঁজছে পুলিশ

মা হচ্ছেন নুসরাত, নিজের নয় বলে মন্তব্য স্বামীর!

পাপারাজ্জি থেকে বাঁচতে মেয়েকে বুকে চেপে ধরলেন আনুশকা


ফলশ্রুতিতে এখন চুক্তি বাতিল করছে চীন। কারণ, তাদের কাছ থেকে টিকা নেয়া অন্য দেশগুলো এখন অতিরিক্ত টাকা ফেরত চাচ্ছে।

এখন ওই দেড়কোটি টিকা নিতে চাইলে অতিরিক্ত টাকা গচ্চা দিয়েই বাংলাদেশকে নিতে হবে।

news24bd.tv / নকিব