উদ্দেশ্যহীনভাবে পথে পথে ঘুরে ঘুমে ক্লান্ত হাতির দল (ভিডিও)

উদ্দেশ্যহীনভাবে পথে পথে ঘুরে ঘুমে ক্লান্ত হাতির দল (ভিডিও)

অনলাইন ডেস্ক

উদ্দেশ্যহীনভাবে ৫০০ কিলোমিটার ঘুরে বেড়ানোর পর  ১৫টি হাতির দল এখন মিষ্টি ঘুমে বিভোর। দক্ষিণ-পূর্ব চীনের পথে পথে ঘুরে মানুষের ফসলের ওপর চড়াও হয়ে এবার অবসন্ন হয়ে পাড়েছে তারা।

একটি প্রাকৃতিক অভয়ারণ্য থেকে পালিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে হাতির পালটি। তবে কেন তারা পালিয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি।

এগুলো যে পথ ধরে গেছে, সেই পথের পুরো ক্ষেতের শস্য সাবাড় করে দিয়েছে কিংবা শস্যাগার নষ্ট করে ফেলেছে। শস্য নিয়ে দুশ্চিন্তায় থাকা গ্রামবাসীর জীবন যাত্রাকে অচল করে দিয়েছে। তাদের নির্ঘুম থেকে হাতের কবল থেকে ফসল পাহারা দিতে হয়েছে।

এপ্রিল থেকে এই হাতির পাল ৫০০ কিলোমিটার পথ যাত্রা করেছে।

স্থানীয় অধিবাসী ও কর্তৃপক্ষ হাতিগুলোকে কড়া নজরে রেখেছে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে শত শত মানুষ জড়ো হয়েছেন।

১ জুন ইয়ান্নান কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্য-এপ্রিল থেকে ৫৬ হেক্টর জমির ফসল নষ্ট করে দিয়েছে এগুলো। এতে প্রায় ১০ লাখ সাত হাজার ডলারের সমপরিমাণ ক্ষতি হয়েছে। ইয়ান্নান প্রদেশে এ রকম প্রায় ৩০০ হাতি রয়েছে। কিন্তু গত কয়েক বছরে কোনো হাতির পালকে হন্যে হয়ে ঘুরে বেড়াতে দেখা যায়নি।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন 

news24bd.tv/আলী